ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ

উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় “ ইয়াস “

প্রতিবেদক
নিউজ এডিটর
২৫ মে ২০২১, ৮:১২ অপরাহ্ণ

Link Copied!

উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “ ইয়াস ” আরাে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে । মঙ্গলবার (২৫ মে) এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় ( ১৯.০ ° উত্তর অক্ষাংশ এবং ৮৮,০ ° পূর্ব দ্রাঘিমাংশ ) অবস্থান করছে। এটি আজ বিকাল ০৩ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে , কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিঃ মিঃ দক্ষিণপশ্চিমে , মােংলা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিঃ মিঃ দক্ষিণ – দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪২০ কিঃ মিঃ দক্ষিণ – দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

প্রবল ঘূর্ণিঝড়টি আরও ঘণীভূত ও উত্তর – উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল ( ২৬ মে ২০২১ ) দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা – পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে ।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়াে হাওয়ার আকারে ১১৭ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে । প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম , কক্সবাজার , মােংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ ( দুই ) নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ ( তিন ) পুনঃ ০৩ ( তিন ) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে খুলনা , সাতক্ষীরা , বাগেরহাট , ঝালকাঠি , পিরােজপুর , বরগুনা , পটুয়াখালী , বরিশাল , ভােলা , নােয়াখালী , লক্ষ্মীপুর , ফেনী , চাঁদপুর ও চট্টগ্রাম জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ৮০-১০০ কিঃ মিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।

পূর্ণিমার প্রভাবে খুলনা , সাতক্ষীরা , বাগেরহাট , ঝালকাঠি , পিরােজপুর , বরগুনা , পটুয়াখালী , বরিশাল , ভােলা , নােয়াখালী , লক্ষ্মীপুর , ফেনী , চাঁদপুর ও চট্টগ্রাম জেলাসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে ।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

764 Views

আরও পড়ুন

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!