ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

যুদ্ধ চলাকালীন দুই ক্ষমতাধরের ইসরায়েল সফর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন পরেই মধ্যপ্রাচ্যে দুই দিনের সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইসরায়েলে পৌঁছার কথা রয়েছে তাঁর।

ডাউনিং স্ট্রিট জানায়, হামাসের হামলায় ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন সুনাক। এ ছাড়া শিরগিরই গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে চাপ দেবেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্পতিবার তেল আবিবে পৌঁছানোর পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাত করবেন। এর পর অন্যান্য এলাকায় যাবেন তিনি।

এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা সংশোধনের পর ৪৭১ জনে দাঁড়িয়েছে।

এর আগে, বুধবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েল যান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রতি আবারও জোরালো সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ইসরায়েল তুমি একা নও, এ দুঃসময়ে আমেরিকাও তোমাদের পাশে আছে।’

এ সময় বাইডেন বলেন, ‘আজ হোক, কাল হোক, ইসরায়েল ভবিষ্যতে একটি নিরাপদ ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হবে । যারা শান্তির জন্য কাজ করে তাদের সকলকে সৃষ্টিকর্তা রক্ষা করুন, যারা এখনও ক্ষতির পথে রয়েছে তাদের রক্ষা করুন।’

এ সফরে বাইডেন গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ক্ষতিগ্রস্তদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তেল আবিব সফরের সময় জরুরি পরিষেবার প্রতিনিধিদের সাথেও দেখা করেন। এ সময় ওই দিনের প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা শোনেন এবং তাদের সান্ত্বনা দেন।

376 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ