আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোতে মেট্রোরেল দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাজধানী মেক্সিকো সিটিতে হয় এ দুর্ঘটনা।
কর্তৃপক্ষ জানায়, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে ধসে পড়ে মেট্রোরেলের ব্রিজের একাংশ। নিচে জনবহুল সড়কের ওপর পড়ে যায় ট্রেন। এসময় পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে আঘাত করে স্টেশনে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের জন্য বেশ কয়েকজন শিশুও রয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও চাপা পড়ে আছে একটি গাড়ি। আহতদের বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।