ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে ইরানের কঠোর হুশিয়ারি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। সতর্ক বার্তায় বলা হয়, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে—বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়—তাহলে তাদেরকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। খবর রয়টার্সের।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে।

এ পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে, তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কি না। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায়, তাহলে শিগগিরই এ ধরনের সংলাপ শুরু হতে পারে।

এ আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বা তার উপমন্ত্রী মজিদ তাখত-রাভানচির নাম বিবেচনায় আনা হতে পারে। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত।

322 Views

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫

কাপাসিয়ায় বিএনপির একাংশের সভায় ভাংচুর সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

চট্টগ্রাম নর্দান পাবলিক স্কুলের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আজ বিশ্ব রক্তচাপ দিবস: যা জানা জরুরি

আজও বাস্তবায়ন হলোনা চন্ড্রিডহর সেতু। থমকে গেছে চার উপজেলার মানুষের যাতায়াতের উন্নত ব্যবস্থা।

পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আফজাল গ্রেপ্তার

চকরিয়ায় ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

কাপাসিয়ায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় ২ সিএনজি আরোহী নিহত

গ্রাম থেকে শহরে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে অন্বয় দেবনাথ ও ‘সায়েন্স বী’র গল্প

রাঙামাটিতে শনিবার সকালের মধ্যে বঙ্গবন্ধু ভাস্কর্যের সকল চিহ্ন মুছে ফেলা হবে

লামা ফাইতংয়ে আহসান উল্লাহ’র বাগানের ৫ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা