ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ভারতে কাল আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’!

প্রতিবেদক
নিউজ এডিটর
২ জুন ২০২০, ৭:২৪ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

আগামীকাল বুধবার ভারতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।
মঙ্গলবার ভারতের আবহাওয়া অফিসের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্রই এই আভাস দিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল বুধবার (৩ জুন) গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপে নিম্নচাপ রূপে অবস্থান করছে। তবে ১২ ঘণ্টার মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আছড়ে পড়তে পারে।
খবর এনডিটিভির।

এদিকে আজ ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

‘নিসর্গ’এর কারণে এরই মধ্যে ভারতের দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে প্রি-সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে।

এই ঘূর্ণিঝড়টি প্রসঙ্গে এনডিআরএফের মহাপরিচালক এস এন প্রধান বলেছেন, আশা করা হচ্ছে, ঘূর্ণিঝড় নিসর্গে বাতাসের বেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। সতর্কতা স্বরূপ উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে কিছুদিন আগেই ভারত-বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। এতে দুই দেশে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে বহু এলাকার। তবে এবার সেই ধাক্কা সামলে উঠার আগেই আসছে আরও একটি ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

107 Views

আরও পড়ুন

জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮% জিপিএ-৫ পেয়েছে।৩৪ জন।

১০ বছর যাবৎ ম্যানেজ করেই চলছে মইজ্জ্যারটেকের হাক্কানী খাদ্য কারখানা!

বাগেরহাট জেলার শরণখোলাতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত।

আগামীর লোহাগাড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় ও সাংবাদিকদের মিলনমেলা লোহাগাড়ায়

মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেলো আফিফ আল হোসাইন।

হাঁস প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস

সাংবাদিক নির্যাতন ও কর্তব্য কাজে বাধা,নিন্দা জানিয়েছে বিএইচআরএফ

এসএসসি ও সমমান পরীক্ষার চলতি বছরের ফল প্রকাশ আজ

নওগাঁর পত্নীতলায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।

নাগরপুরে মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

দীর্ঘ ১৫ বছর পর বুটেক্সে ওসমানী হলে আসলো পরিবর্তন

সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান।