অনলাইন ডেস্ক :
ভারতের এলাহাবাদ আদালত সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মাদরাসাগুলো নিষিদ্ধের আদেশ দিয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিচারপতি সুভাষ বিদ্যার্থী এবং বিবেক চৌধুরী এ রায় দেন।
এ রায়ের মাধ্যমে উত্তর প্রদেশে মাদরাসা পরিচালনাকারী ২০০৪ সালের আইন বাতিল করা হলো। মাদরাসার শিক্ষার্থীদের প্রচলিত স্কুলে স্থানান্তরেরও নির্দেশ দিয়েছেন আদালত। ইসলাম ভিত্তিক স্কুল-মাদ্রাসায় মূলত ইসলাম শিক্ষা দেয়া হয় এবং তার পাশপাশি জাতীয় কারিকুলামে থাকা পাঠ্যবইও পড়ানো হয়। উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত এই রাজ্যের বর্তমান মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভয়ঙ্কর ইসলামবিদ্বেষী হিসেবে কুখ্যাত।
এই রাজ্যের মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ বলেন, এলাহাবাদ হাই কোর্টের এ রায়ে ক্ষতিগ্রস্ত হবে ২৭ লাখ শিক্ষার্থী, ১০ হাজার শিক্ষক শিক্ষিকা এবং ২৫ হাজার মাদ্রাসা। এ রাজ্যের মোট ২৪ কোটি মানুষের মধ্যে এক পঞ্চমাংশ হলেন মুসলিম।
বাংলাদেশেও হয়তোবা আওয়ামী হিন্দুত্ববাদী ডামি সরকার সেদিকে আগাতে চেষ্টা করছে। গত কিছুদিন আগেই কিছুটা ইঙ্গিত দিয়েছিল ইস্কনের পৃষ্ঠপোষক নওফেল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০