ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

প্রফেসর শায়খ আল্লামা ইউসুফ আল কারযাভীর ৯৮তম জন্মদিন আজ।।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ১:৩২ অপরাহ্ণ

Link Copied!

শহীদ সিরাত,
অনলাইন ডেস্ক

মিশরীয় আলিম ও কাতারের গ্র্যান্ড মুফতি
ইউসুফ আল কারাযাভী (৯ সেপ্টেম্বর ১৯২৬ — ২৬ সেপ্টেম্বর ২০২২) ছিলেন একজন মিশরীয় ইসলামি পণ্ডিত এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস-এর সাবেক চেয়ারম্যান।ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম,সৈয়দ রশিদ রিদা, হাসান আল-বান্না, আবুল হাসান আলী হাসানী নদভী, আবুল আলা মওদুদী, সাইয়্যিদ কুতুব এবং নাঈম সিদ্দিকীর মাধ্যমে প্রভাবিত হয়েছেন। আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক তার অনুষ্ঠান তাকে বিশ্বব্যাপীা পরিচিত করে তোলে, যেটির আনুমানিক দর্শক ছিল ৪০-৬০ মিলিয়ন।তিনি ইসলামঅনলাইন নামক একটি ওয়েবসাইটের জন্যও পরিচিত, যা তিনি ১৯৯৭ সালে খুঁজে পেতে সহায়তা করেছিলেন এবং তিনি এটির প্রধান ধর্মীয় পণ্ডিত হিসাবে কাজ করেন।

আল কারযাভী ১২০ এরও অধিক বই লিখেছেন, “দ্য ল’ফুল অ্যান্ড প্রহিবিটেড ইন ইসলাম” এবং ইসলাম: দ্য ফিউচার সিভিলাইজেশন এর মধ্যে অন্যতম। তিনি মিশর ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর পরামর্শক ছিলেন। তাকে ব্রাদারহুডের অন্যতম শীর্ষস্থানীয় নেতা মনে করা হতো। তিনি ইসলামি পন্ডিতদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামীলি উলামাইল মুসলিমীন এর সভাপতি ছিলেন।

জন্ম-পরিচয় ও জীবনী

আল কারযাভী ১৯২৬ সালে নীল নদের ব-দ্বীপ সাফত তুরাব গ্রামে ধর্মপ্রাণ মুসলিম কৃষকের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে মিশরের ঘারবিয়া গভর্নরেটের অন্তর্গত। দুই বছর বয়সে তার পিতার মৃত্যুর পর এতিম হয়ে যান। পিতার মৃত্যুর পর, তিনি তার চাচার কাছে পালিত হন ও বেড়ে উঠেন। নয় বছর বয়সে তিনি পুরো কুরআন মুখস্থ করেন।

এরপর তিনি তান্তার ইনস্টিটিউট অফ রিলিজিয়াস স্টাডিজে যোগ দেন এবং সেখানে নয় বছর অধ্যয়নের পর স্নাতক ডিগ্রি অর্জন করেন। তানতায় থাকাকালীন, কারযাভী মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার সাথে প্রথম দেখা করেন, যখন আল বান্না তার স্কুলে একটি বক্তৃতা দিচ্ছিলেন।

ইখওয়ানুল মুসলিমিনের সাথে সম্পৃক্ততার কারণে তাকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। ১৯৬১ সালে তিনি কাতারে প্রথম পাড়ি জমান। ১৯৭৩ সালে কাতার বিশ্ববিদ্যালয়ে ইসলামি স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন।

ব্যক্তিগত জীবনঃ

কারযাভী মিশরে জন্মগ্রহণ করেন, তবে তিনি কাতারে বাস করতেন। তার তিন পুত্র ও চার কন্যা রয়েছে, যাদের মধ্যে তিনজন ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার কন্যা ইলহাম ইউসুফ আল কারযাভী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন পারমাণবিক বিজ্ঞানী। পুত্র আব্দুল রহমান ইউসুফ আল কারযাভী মিশরের একজন কবি ও রাজনৈতিক কর্মী।

পুরস্কার ও সম্মাননাঃ

১৪১১ হিজরীতে ইসলামি অর্থনীতিতে অবদান রাখায় ব্যাংক ফয়সাল পুরস্কার লাভ করেন।
১৪১৩ হিজেরীতে ইসলামি শিক্ষায় অবদানের জন্য আন্তর্জাতিক বাদশাহ ফয়সাল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত পদকটি লাভ করেন
১৯৯৭ সালে ব্রুনাই সরকার তাকে হাসান বাকলি পুরস্কারে সম্মানিত করে।

বাংলায় অনুদিত তাঁর বইসমূহঃ

১/আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম (ইসলামে হালাল-হারামের বিধান)
২/ফিকহুয যাকাত দিরাসাতুন মুকারানা ওয়া ফালসাফাতুহা ফি দওয়িল কুরআনি ওয়াস সুন্নাহ (ইসলামের যাকাত বিধান)
৩/শারিয়াতুল ইসলাম খুলুদুহা ওয়া সালাহুহা লিত তাতবিক ফি কুল্লি যামানিন ওয়া মাকান (ইসলামি শরিয়তের বাস্তবায়ন)
৪/আস সহওয়াতুল ইসলামিয়্যাহ বাইনাল জুহুদি ওয়াত তাতাররুফ (উপেক্ষা ও উগ্রতার বেড়াজালে ইসলামী জাগরণ)
৫/কাইফা নাতাআমালু মায়াস সুন্নাতিন নাবাবিয়্যাহ (সুন্নাহর সান্নিধ্যে)
৬/মিন ফিকহিদ দাওলাহ (ইসলামি রাষ্ট্রব্যবস্থা : তত্ত্ব ও প্রয়োগ)
৭/শুমুলুল ইসলাম (ইসলামের ব্যাপকতা)
৮/আল ইসলাম আল্লাজি নাদয়ু ইলাইহি (আমাদের দাওয়াত : জীবনবিধান ইসলাম)
৯/ওয়াজিবুনা নাহওয়াল কুরআনিল কারিম (কুরআনের সান্নিধ্যে)
১০/আত তারবিয়াতুল ইসলামিয়্যাহ ওয়া মাদরাসাতু হাসানিল বান্না (ইমাম বান্নার পাঠশালা)
১১/দাওরুয যাকাত ফী ইলাজিল মুশকিলাতিল ইকতিসাদিয়্যাহ (অর্থনৈতিক সমস্যা সমাধানে যাকাতের ভূমিকা)
১২/আল ইসলামু ওয়াল ফান্ন (ইসলাম ও শিল্পকলা)
জাহিরাতিল গুলু ফিত তাকফির (তাকফির : কাফির ঘোষণায় বাড়াবাড়ি ও মূলনীতি)
১৪/উমর ইবনু আব্দিল আজিজ খামিসু খুলাফায়ির রাশিদিন (উমর ইবনে আবদুল আজিজ : ইসলামের প্রথম মুজাদ্দিদ)
১৫/আলিম ওয়া তাগিয়া (আলিম ও স্বৈরশাসক)
১৬/কিমাতুল ইনসান ওয়া গায়াতু ওজুদিহি ফিল ইসলাম (মানুষ : মর্যাদা ও সৃষ্টির উদ্দেশ্য)
১৭/আল ইখওয়ানুল মুসলিমুন সাবয়ুনা আমান ফিত দাওয়াতি ওয়াত তারবিয়াত (ইখওয়ানুল মুসলিমিনের ইতিহাস : দাওয়াত ও তারবিয়াতের সত্তর বছর)
১৮/সাকাফাতুত দায়িয়া (দাঈদের জ্ঞানচর্চা)
আল ওয়াকতু ফি হায়াতিল মুসলিম (মুমিন জীবনে সময়)
আল উসরাতু কামা ইউরিদুহাল ইসলাম (মুমিন জীবনে পরিবার)
১৯/আত তাওয়াক্কুল (তাওয়াক্কুল)
২০/জাইলুন নাসরি মানশুদ (বিজয়ী কাফেলা)
২১/কালিমাতুন ফী ওয়াসাতিয়্যাতিল ইসলামিয়্যাহ ওয়া মায়ালিমিহা (মধ্যমপন্থা : কী, কেন, কীভাবে)
২২/জাহিরাতিল গুলু ফিত তাকফির (তাকফির নিয়ে বাড়াবাড়ি)
২৩/ফি ফিক্হিল আওলাউইয়াত (ইসলামের অগ্রাধিকার নীতি)
২৪/তারীখুনাল মুফ্তারা ‘আলাইহি (ইতিহাসের অপবাদ, অপবাদের ইতিহাস)
২৫/আওলায়িয়্যাতুল হারাকাতিল ইসলামিয়্যাহ ফিল মারহালাতিল কাদিমাহ (আধুনিক যুগ, ইসলাম, কৌশল ও কর্মসূচি)
২৬/আস সহওয়াতুল ইসলামিয়্যাহ বাইনাল জুহুদি ওয়াত তাতাররুফ (ইসলামী পুনর্জাগরণ : সমস্যা ও সম্ভাবনা)
২৭/আল ইসলামু হাদারাতুল গাদ (আগামী দিনের সভ্যতা ইসলাম)
২৮/ওয়াজিবুশ শাবাব আল মুসলিম (মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য)
২৯/আর-রাসূল ওয়াল-‘ইলম (নববী দর্পণে শিক্ষাদর্শন)
মারকাজুল মারআহ ফিল হায়াতিল ইসলামিয়্যাহ (স্ট্যাটাস অব উইমেন ইন ইসলাম)
৩০/নাযারাত ফিল ফিকরিল ইমাম আল-মাওদূদী (ইমাম মওদূদী : চিন্তাধারা ও তাজদীদ)
৩১/’আদ দ্বীন ওয়াস সিয়াসাত’ ও ‘আখলাকুল ইসলাম’
৩২/আশ শাইখ আবুল হাসান আন নাদাভি কামা আরাফতুহু (আবুল হাসান আলী নদভী : এমন ছিলেন তিনি)
৩৩/মুশকিলাতুল ফাকর ওয়া কাইফা আলাজাহাল ইসলাম (দারিদ্র্য বিমোচনে ইসলাম)
৩৪/আল কিয়ামুল ইনসানিয়্যাহ ফিল ইসলাম (ইসলাম ও মানবিক মূল্যবোধ)
৩৫/আল ঈমানু ওয়াল হায়াত (ঈমান ও সুখ)
৩৬/আল কুদসু কদিয়্যাতু কুল্লু মুসলিম (জেরুজালেম বিশ্ব মুসলমি সমস্যা)
৩৭/ফাতাওয়া মুআসারাহ
৩৮/আল মুবাশশিরাত বিইনতিসারিল ইসলাম (ইসলামের বিজয় অবশ্যম্ভাভী)
৩৯/আল ইবাদাতু ফিল ইসলাম (ইসলামে ইবাদতের পরিধি)
৪০/আল-ইসলামু ওয়াল-‘উন্ফ নাযারাত তা’সীলিয়্যাহ (ইসলাম ও চরমপন্থা)
৪১/আল উসরাতু কামা ইউরিদুহাল ইসলাম (ইসলামের দৃষ্টিতে কাংখিত পরিবার)
৪২/মিন আজ্লি সাহ্ওয়াতিন রাশিদাহ (বুদ্ধিদীপ্ত জাগরণের প্রত্যাশায়)
৪৩/আওলায়িয়্যাতুল হারাকাতিল ইসলামিয়্যাহ ফিল মারহালাতিল কাদিমাহ (ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কর্মকৌশল
৪৫/মুশকিলাতুল ফাকর ওয়া কাইফা আলাজাহাল ইসলাম (ইসলামে অর্থনৈতিক নিরাপত( নববী দর্পণে শিক্ষাদর্শন)

মৃত্যু :
গত ২৬ সেপ্টেম্বর ২০২২ কাতারে ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

384 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতকালে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স