ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে বাবাকে ছোট্ট মেয়ের আবেগঘন চিরকুট

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ

Link Copied!

———–
নাসির আলওয়াকা। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করা এক সিরীয়। বাস করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা জিনদিরিসে। বিগত বছরগুলোতে সিরিয়ায় ঘটে যাওয়া বিমান হামলা, বোমা বিস্ফোরণ ও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করে তিনি তার পরিবারকে আগলে রেখেছিলেন। কিন্তু গত সোমবার ভোররাতের ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী-সহ তিনি তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন। এদের মধ্যে আছে তার একটি ছোট্ট মেয়েও।

শুক্রবার আলজাজিরা মুবাশির জানায়, নাসির আলওয়াকার ছোট্ট মেয়েটি দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপে আটকে থাকার পর প্রাণ হারায়। কিন্তু মৃত্যুর আগে ধ্বংসস্তূপের নিচ থেকে বাবাকে নিয়ে একটি আবেগঘন চিরকুট লিখে গেছে সে। ওই চিরকুটের বার্তা আবেগাপ্লুত করছে প্রত্যেক পাঠককে। চিরকুটে কী লিখেছিল ছোট্ট মেয়েটি, সেটি বর্ণনা করেছেন তার বাবা নাসির আলওয়াকার।

তিনি জানিয়েছেন, ‘তার মেয়ে লিখেছে– হে আমার প্রতিপালক! আমি যা কিছুর মালিক তার মধ্যে সবচেয়ে দামী জিনিসটি তোমার কাছে আমানত রাখলাম। তুমি তাকে আমার জন্য রক্ষা করো। তিনি আমার হৃদয়ের সবচেয়ে ভালোবাসার মানুষ; আবু ফয়সাল।’ আবু ফয়সাল দ্বারা মেয়েটি তার বাবাকে বুঝিয়েছে।

উদ্ধারকর্মীরা রাতের বেলায় ধ্বংসস্তূপ থেকে নাসির আলওয়াকারের দু’জন সন্তানকে উদ্ধার করেছেন। প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে– তার দুই সন্তানের শরীর ক্ষতবিক্ষত ও ধুলোমলিন। কিন্তু এর আগেই তার স্ত্রী ও পাঁচ সন্তান মারা যান।

এ প্রসঙ্গে বিষণ্ণ নাসির আলওয়াকা বলেন, ‘ঘর কেঁপে উঠল। আমরা বোমা হামলায় অভ্যস্ত, বোমা বিস্ফোরণে অভ্যস্ত, ঘরের ওপর ব্যারেল পড়ল– এটিও অস্বাভাবিক নয়– সবই আমাদের পরিচিত কিন্তু ভূমিকম্প– এটি তো আল্লাহর আদেশ।’

সূত্র : আলজাজিরা মুবাশির

450 Views

আরও পড়ুন

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!