ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে বাবাকে ছোট্ট মেয়ের আবেগঘন চিরকুট

প্রতিবেদক
admin
১১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ

Link Copied!

———–
নাসির আলওয়াকা। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করা এক সিরীয়। বাস করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা জিনদিরিসে। বিগত বছরগুলোতে সিরিয়ায় ঘটে যাওয়া বিমান হামলা, বোমা বিস্ফোরণ ও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করে তিনি তার পরিবারকে আগলে রেখেছিলেন। কিন্তু গত সোমবার ভোররাতের ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী-সহ তিনি তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন। এদের মধ্যে আছে তার একটি ছোট্ট মেয়েও।

শুক্রবার আলজাজিরা মুবাশির জানায়, নাসির আলওয়াকার ছোট্ট মেয়েটি দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপে আটকে থাকার পর প্রাণ হারায়। কিন্তু মৃত্যুর আগে ধ্বংসস্তূপের নিচ থেকে বাবাকে নিয়ে একটি আবেগঘন চিরকুট লিখে গেছে সে। ওই চিরকুটের বার্তা আবেগাপ্লুত করছে প্রত্যেক পাঠককে। চিরকুটে কী লিখেছিল ছোট্ট মেয়েটি, সেটি বর্ণনা করেছেন তার বাবা নাসির আলওয়াকার।

তিনি জানিয়েছেন, ‘তার মেয়ে লিখেছে– হে আমার প্রতিপালক! আমি যা কিছুর মালিক তার মধ্যে সবচেয়ে দামী জিনিসটি তোমার কাছে আমানত রাখলাম। তুমি তাকে আমার জন্য রক্ষা করো। তিনি আমার হৃদয়ের সবচেয়ে ভালোবাসার মানুষ; আবু ফয়সাল।’ আবু ফয়সাল দ্বারা মেয়েটি তার বাবাকে বুঝিয়েছে।

উদ্ধারকর্মীরা রাতের বেলায় ধ্বংসস্তূপ থেকে নাসির আলওয়াকারের দু’জন সন্তানকে উদ্ধার করেছেন। প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে– তার দুই সন্তানের শরীর ক্ষতবিক্ষত ও ধুলোমলিন। কিন্তু এর আগেই তার স্ত্রী ও পাঁচ সন্তান মারা যান।

এ প্রসঙ্গে বিষণ্ণ নাসির আলওয়াকা বলেন, ‘ঘর কেঁপে উঠল। আমরা বোমা হামলায় অভ্যস্ত, বোমা বিস্ফোরণে অভ্যস্ত, ঘরের ওপর ব্যারেল পড়ল– এটিও অস্বাভাবিক নয়– সবই আমাদের পরিচিত কিন্তু ভূমিকম্প– এটি তো আল্লাহর আদেশ।’

সূত্র : আলজাজিরা মুবাশির

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ