ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের ৫০০ মিটার পরিধির মধ্যে কোনো দোকানপাট রাখা চলবে না। স্থাপত্যের আশপাশে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
মামলায় বিচারপতি সঞ্জয় কিসান কল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, তাজমহলের সীমানা প্রাচীর থেকে ৫০০ মিটার পরিধির মধ্যে যেসব বাণিজ্যিক কার্যক্রম হয়ে থাকে, তা বন্ধ করতে হবে আগরা উন্নয়ন পর্ষদকে। ভবিষ্যতেও যাতে স্থাপত্যের আশেপাশে এমন অবৈধ দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠা না গড়ে ওঠে, সেদিকেও কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
এর আগে সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্যঘিরে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠার অভিযোগে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।
মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ লঙ্ঘন করে তাজমহলের পশ্চিম প্রান্তের অনেকেই অবৈধভাবে ব্যবসা করছেন। এসব কার্যক্রম যাতে বন্ধ হয়, তার আবেদন জানিয়েছিলেন মামলাকারীরা। তার প্রেক্ষিতেই সোমবার ওই রায় দিয়েছে শীর্ষ আদালত।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০