অনলাইন ডেস্ক :
জাপানের উত্তরাঞ্চলের ফুকুশিমা উপকূলে স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের ফলে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভূমিকম্পের কারণে ওই অঞ্চলের প্রায় ২০ লাখ বাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়েছে।
১১ বছর আগে জাপানের উত্তরের ওই অঞ্চলেই ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির
স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।
সংস্থাটি মিয়াগি ও ফুকুশিমার কিছু অংশে এক মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে। জাপানের এনএইচকে ন্যাশনাল টেলিভিশন
জানিয়েছে, এরই মধ্যে দেশটির কিছু এলাকায় সুনামি শুরু হয়েছে।