ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

করোনা ভালবাসা! নবদম্পতি!

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২০, ৩:৩২ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম

কাশিফ চৌধুরী ও নাইলা শেরিন। তারা দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। দুজনই চিকিৎসক। দুজনই মুসলিম। একে অন্যকে ভালবাসেন দীর্ঘদিন ধরে। তাদের স্বপ্ন ছিল বেশ ধুমধাম করে বিয়ে করবেন। বিয়ের পর কি কি করবেন এবং হানিমুনে কোথায় যাবেন, তাও ঠিক ছিল।

কিন্তু সেই স্বপ্নে হানা দেয় করোনা ভাইরাস । তারা যখন বুঝে ওঠেন পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, তখন আগের সব পরিকল্পনা বাতিল করেন। সিদ্ধান্ত নেন সাদামাটা ভাবেই তারা বিয়ে করবেন। এবং কিছুদিন আগে তারা নিউ জার্সির একটি মসজিদে গিয়ে তারা বিয়ে করেন।

বিস্ময়কর হল, যে বিয়ের জন্য তাদের এত স্বপ্ন, এত আকুলতা, সেই বিয়ের পর তারা মাত্র ১০ ঘণ্টার মত একত্রে ছিলেন। এরপর তারা দুজনই দুইদিকে চলে যান, মানবতার সেবায় নিবেদিত হয়ে। শেরিন চলে যান নিউ ইয়র্কে এবং কাশিফ যান আইওয়া অঙ্গরাজ্যে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় তারা আত্মনিয়োগ করেন।

নাইলা শেরিন বলেন, আমাদের স্বপ্ন, আনন্দ- এসব এখন তুচ্ছ বিষয়। ডাক্তার হিসেবেতো বটেই, একজন মানুষ হিসাবেও এখন আমাদের উচিত করোনা রোগীদের চিকিৎসা করা। তিনি আরো বলেন, নিউ ইয়র্কে এখন ভয়াবহ অবস্থা বিরাজ। ডাক্তাররাও আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। যদি মরে যাই, গেলাম। তবুও সান্ত্বনা থাকবে, মানুষকে বাঁচাতে গিয়েই জীবন দিয়েছি। আর যদি বেঁচে থাকি তাহলে এমন আনন্দতো আমরা করতেই পারবো।

অন্যদিকে কাশিফ চৌধুরী বলেন, আমরা দুজনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসা একটি মহৎ পেশা। নিজেকে যদি মানুষের কল্যাণে কাজে লাগাতে না পারি তাহলে কিসের চিকিৎসক হলাম? এ মুহূর্তে দুজনের একসাথে থাকার চেয়ে করোনা রোগীদের পাশে থাকাই বেশি গুরুত্বপূর্ণ ।

ভালবাসার বিয়ে। স্বপ্নের বিয়ে। অথচ বিয়ের পর ২৪ ঘন্টাও তারা একত্রে কাটালেন না। জীবনের ঝুঁকি নিয়েই ওরা করোনা রোগীদের চিকিৎসার্থে চলে গেলেন দুই অঙ্গরাজ্যে। ওরা নিশ্চিত নন বেঁচে থাকবেন কিনা এবং এ-জীবনে আর দেখা হবে কিনা? মহান স্রষ্টার কাছে করজোড়ে প্রার্থনা, “এই মানবতাবাদী নব-দম্পতিকে তুমি বাঁচিয়ে রেখো এবং মিলন ঘটিয়ে দিও।”

তথ্য-চিত্র: এম আর ফারজানা

(ফেসবুক থেকে সংগৃহীত)

134 Views

আরও পড়ুন

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার