ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

করোনা ভালবাসা! নবদম্পতি!

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২০, ৩:৩২ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম

কাশিফ চৌধুরী ও নাইলা শেরিন। তারা দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। দুজনই চিকিৎসক। দুজনই মুসলিম। একে অন্যকে ভালবাসেন দীর্ঘদিন ধরে। তাদের স্বপ্ন ছিল বেশ ধুমধাম করে বিয়ে করবেন। বিয়ের পর কি কি করবেন এবং হানিমুনে কোথায় যাবেন, তাও ঠিক ছিল।

কিন্তু সেই স্বপ্নে হানা দেয় করোনা ভাইরাস । তারা যখন বুঝে ওঠেন পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, তখন আগের সব পরিকল্পনা বাতিল করেন। সিদ্ধান্ত নেন সাদামাটা ভাবেই তারা বিয়ে করবেন। এবং কিছুদিন আগে তারা নিউ জার্সির একটি মসজিদে গিয়ে তারা বিয়ে করেন।

বিস্ময়কর হল, যে বিয়ের জন্য তাদের এত স্বপ্ন, এত আকুলতা, সেই বিয়ের পর তারা মাত্র ১০ ঘণ্টার মত একত্রে ছিলেন। এরপর তারা দুজনই দুইদিকে চলে যান, মানবতার সেবায় নিবেদিত হয়ে। শেরিন চলে যান নিউ ইয়র্কে এবং কাশিফ যান আইওয়া অঙ্গরাজ্যে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় তারা আত্মনিয়োগ করেন।

নাইলা শেরিন বলেন, আমাদের স্বপ্ন, আনন্দ- এসব এখন তুচ্ছ বিষয়। ডাক্তার হিসেবেতো বটেই, একজন মানুষ হিসাবেও এখন আমাদের উচিত করোনা রোগীদের চিকিৎসা করা। তিনি আরো বলেন, নিউ ইয়র্কে এখন ভয়াবহ অবস্থা বিরাজ। ডাক্তাররাও আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। যদি মরে যাই, গেলাম। তবুও সান্ত্বনা থাকবে, মানুষকে বাঁচাতে গিয়েই জীবন দিয়েছি। আর যদি বেঁচে থাকি তাহলে এমন আনন্দতো আমরা করতেই পারবো।

অন্যদিকে কাশিফ চৌধুরী বলেন, আমরা দুজনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসা একটি মহৎ পেশা। নিজেকে যদি মানুষের কল্যাণে কাজে লাগাতে না পারি তাহলে কিসের চিকিৎসক হলাম? এ মুহূর্তে দুজনের একসাথে থাকার চেয়ে করোনা রোগীদের পাশে থাকাই বেশি গুরুত্বপূর্ণ ।

ভালবাসার বিয়ে। স্বপ্নের বিয়ে। অথচ বিয়ের পর ২৪ ঘন্টাও তারা একত্রে কাটালেন না। জীবনের ঝুঁকি নিয়েই ওরা করোনা রোগীদের চিকিৎসার্থে চলে গেলেন দুই অঙ্গরাজ্যে। ওরা নিশ্চিত নন বেঁচে থাকবেন কিনা এবং এ-জীবনে আর দেখা হবে কিনা? মহান স্রষ্টার কাছে করজোড়ে প্রার্থনা, “এই মানবতাবাদী নব-দম্পতিকে তুমি বাঁচিয়ে রেখো এবং মিলন ঘটিয়ে দিও।”

তথ্য-চিত্র: এম আর ফারজানা

(ফেসবুক থেকে সংগৃহীত)

201 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে মানববন্ধন

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

বাজারে আসছে আইপি ৬৯-রেটেড’ স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’

ফুল বিঝুর মধ্য দিয়ে শুরু হলো পাহাড়ের ৩ দিনের ঐতিহ্যবাহী প্রধান উৎসব

পুলিশের চিঠিতে নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ব্যবহার করায় প্রতিবাদ

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী করিমের পরিবারের মাঝে সাব মার্সিবল বিতরণ

কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত কিরণ মিয়াকে গাভী কিনে দিলেন জামায়াতে ইসলামীর টোক ইউনিয়ন শাখা

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যনিবাহী পরিষদ গঠিত

টঙ্গীতে গৃহবধূ ও তার স্বামীর ওপর সন্ত্রাসী হামলা, চাঁদা দাবির অভিযোগ

রাঙামাটিসহ তিন পাহাড়ী জেলায় বর্ণাঢ্য আয়োজন শুরু হলো পাহাড়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব ,

শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান রাইজুল এর জানাযায় হাজারো মানুষের ঢল,দাফন সম্পন্ন