মুহা. ইকবাল আজাদ।
করোনা ভাইরাসে মৃত ব্যক্তির সংখ্যার দিক থেকে এক ধাপ এগিয়েছে যুক্তরাজ্য। বর্তমানে মৃত্যু তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দেশটি। গত কয়েকদিন ধরে তরতর করে বেড়ে যাওয়া মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে ইতালিকে ছাড়িয়েছে। বর্তমানে ইতালির অবস্থান তৃতীয়। তবে যুক্তরাজ্য থেকে প্রায় দ্বিগুণ মৃত্যুর সংখ্যা নিয়ে এখনো শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার বিশ্বখ্যাত ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এর করোনা সংক্রামিত তালিকায় এসব তথ্য প্রদর্শন করা হয়।
২০২০ সালের শুরুতে চীনে করোনা ভাইরাসের উৎপত্তি ঘটে। ছোঁয়াচে রোগ বলে পরবর্তীতে সমগ্র বিশ্বব্যাপী এই ভাইরাসের বিস্তার ঘটে। প্রারম্ভে এশিয়া মহাদেশে আঘাত হানলেও পরে ইউরোপ এবং আমেরিকা মহাদেশেও ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। বর্তমানে বিশ্বের ২১২টি দেশ এবং অঙ্গরাজ্যে বিস্তার লাভ করছে করোনা আতঙ্ক।
চীনের ইউহান প্রদেশে জন্ম নেওয়া নোভেল করোনা শুরুতে চীনকে কাঁপিয়ে তোলে। পরবর্তীতে ইতালিতে এর বিস্তার ঘটলে মহামারি আকার ধারণ করে। এ পর্যন্ত ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার মানুষ। যেখানে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৩১৫ জন। ইতালির চেয়ে আক্রান্তকারীর সংখ্যা অনেকটা কম যুক্তরাজ্যের। তবে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে ইতালিকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত যুক্তরাজ্যে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার জন। যেখানে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৪২৭ জন।
করোনা ভাইরাসে আক্রান্তকারীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যায় সমগ্র বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ইতিমধ্যে ১ মিলিয়ন ছাড়িয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তকারীর সংখ্যা ১২ লাখ ২৪ হাজার জন। যেখানে মৃত্যুবরণ করেছে ৭১ হাজারের অধিক আক্রান্তকারী। সবমিলিয়ে বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা ইতিমধ্যে ৩.৬ মিলিয়ন অতিক্রম করেছে। পাশাপাশি মৃত্যুবরণ করেছে ২ লাখ ৫৫ হাজার আক্রান্তকারী।