অনলাইন ডেস্কঃ
আইরিশ লেখিকা শেলি রুনি সম্প্রতি তার লেখা 'বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়ার ইউ আর' বইটিতে ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতার কথা তুলে ধরেছেন। তার এ বইটি ইহুদিদের ভাষা হিব্রুতেও অনুবাদ করা হয়েছে। খবর আরব নিউজের।
লেখিকা বলেন, এটা আমার জন্য একটি সম্মানের বিষয় যে, আমার লেখা বইটি হিব্রু ভাষার পাঠকরাও পড়তে পারছেন। কিন্তু আমার এ বইয়ের হিব্রু সংস্করণের সত্ত্ব কোনো ইসরাইলি প্রকাশকের কাছে বিক্রি করবো না। তিনি ইসরাইলকে তাদের বর্বরতার জন্য বয়কট করেছেন বলে জানান। এর আগে আরও অনেক সেলিব্র্যাটি ইসরাইলকে বয়কট করেছেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের পপ তারকা লর্ড মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলে তার পূর্ব নির্ধারিত একটি গানের অনুষ্ঠান শেষ মুহুর্তে বাতিল করেন।
-এস/এম
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০