নিউজ ডেস্ক :
ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাতের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক এ প্রজ্ঞাপনটি বাতিল করা হলো