

মোস্তাকিম হোসেন, হিলি স্থলবন্দর সংবাদদাতাঃ
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মানায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ১ লক্ষ ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে সেনাসদস্য ও থানা পুলিশের সহায়তায় হাকিমপু উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এ আদালত পরিচালনা করেন। এসময় হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ডাঙ্গাপাড়া বাজারের মালেক হোসেনের সেমাই কারখানায় ৫০ হাজার টাকাসহ রংপুর থেকে কেনাকাটা করতে আসা দুই জনকে ও হিলি, ডাঙ্গাপাড়া বাজার সহ বিভিন্ন বাজারের গার্মেন্টসের দোকান এবং মোবাইল সার্ভিসিং দোকান মালিকের বিরুদ্ধে ১৮ টি মামলায় ১ লক্ষ ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০