

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি কাজে বাঁধা দেয়ায় তাজুল ইসলাম দুদু মিয়া ও তার ছেলে খাইরুল ইসলাম নয়নকে ৭ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাকিল আহমেদ।
গত রবিবার রাতে সহকারি কমিশনার (ভুমি) উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের দবির উদ্দিনের ছেলে তাজুল ইসলাম দুদু মিয়ার বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের তদন্ত করতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এরই এক পর্যায় দুদু মিয়া ও তার ছেলে খাইরুল ইসলাম নয়ন সহকারি কমিশনার (ভুমি) শাকিল আহমেদের কাজে বাঁধা প্রদান করে। এ সময় পিতা-পুত্রকে আটক করে ৭ দিন করে কারাদন্ডাদেশ প্রদান করেন বিচারক। সোমবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০