ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. সর্বশেষ

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক -সাধারণ সম্পাদক উজ্জ্বল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোটারঃ

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আব্দুল হক (১৭৪ ভোট) ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল (২৫০ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন এডভোকেট আব্দুল হামিদ (১৩৭), এডভোকেট রবিউল লেইস রোকেস (৫৭), এডভোকেট বদর উদ্দিন (১৬) এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট হুমায়ুন কবির (১৩১)।

রবিবার (১৯ জানুয়ারী) সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আজাদুল ইসলাম রতন, সহ-সভাপতি এডভোকেট মো: আবুবকর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে এডভোকেট মাহবুবুল হাসান শাহীন (১৮৮) নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট আবুল বাসার (১৭৬)। সহ-সাধারণ সম্পাদক এডভোকেট যুবায়ের আবেদীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে এডভোকেট আবু তাহের মোহাম্মদ সারওয়ার তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় এডভোকেট মহসিন রেজা মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক পদে ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক পদে এডভোকেট আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার রেখা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী সদস্য ৫টি পদের জন্য ৭ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ১১ জানুয়ারী সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন মৃত্যুবরন করায় ৬ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে এডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির সর্বোচ্চ ভোট (৩২৭) পেয়েছেন, এডভোকেট ছাইদুর রহমান তালুকদার (৩০৯), এডভোকেট জুলহাস মিয়া (২৭২), এডভোকেট আফিজ মিয়া (২৫৪), এডভোকেট রজত কান্তি সরকার (২৩৬) নির্বাচিত হন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট গৌরাংগ পদ দাশ (২০৬)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট ছৈইল মিয়া, এডভোকেট কামাল হোসেন ও এডভোকেট জমির উদ্দিন।

434 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০