ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

সীতাকুণ্ড সিমনি শীপ ইয়ার্ড এর দায়ের করা ডাকাতির মামলায় গ্রেফতারকৃত আসামীদের ৩ দিনের রিমান্ড

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ আগস্ট ২০২২, ১২:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

আদালত প্রতিবেদক

সীতাকুণ্ড সিমনি শীপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ শীপ ইয়ার্ডের আমদানিকৃত স্ক্র্যাপ শীপ এম টি এশিয়ান গ্লোরী ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ৩জন আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১জনের ৩দিন এবং অপর ২ জনের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ রাসেল (২৮), মোহাম্মদ আমজাদ হোসেন (৩২), জয়নাল আবেদিন সুমন (২৩) দেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত- ১, চট্টগ্রামের বিচারক কৌশিক আহম্মেদ খোন্দকার এর আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। মামলার আসামীপক্ষে রিমান্ড বাতিলের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানী অন্তে গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেলকে ৩ দিন এবং অপর আসামী আমজাদ হোসেন এবং জয়নাল আবেদিন সুমনকে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগে প্রকাশ গত ১৬ ই এপ্রিল রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় বাদী প্রতিষ্ঠানের আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ এশিয়ান গ্লোরির উপর স্থানীয় চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য আসামী বিকাশ দাস, রাসেল ও দিলিপ দাস সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মকিভাবে জাহাজের ৩/৪ জায়গায় কোটা লাগিয়ে রশি নিক্ষেপ করে জাহাজের উপরে উঠে পড়ে। এ সময় জাহাজে থাকা ইনচার্জ ধর্মজয় (৪৯) এবং গার্ডগণ ডাকাত ডাকাত বলে চিৎকার করলে অভিযুক্ত ডাকাত নেতা বিকাশ দাসের নেতৃত্বে রাসেল (২৮), দিলিপ দাশ (৩৬) সহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীগণ উক্ত জাহাজের শীপ ইনচার্জ ধর্মজয় সহ আরও ৪ জন গার্ড যথাক্রমে সুজন কুমার বাগচী, বাপ্পি, সুমন এবং বনবহনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথাড়ি বেধড়ক মারধর করলে আঘাতে ইনচার্জ ধর্মজয়, দারোয়ান সুজন কুমার বাগচি সহ কয়েকজন হাতের কব্জি ঘাড়ে সহ শরীরের বিভিন্ন জায়গায়, মারাত্মাক জখম হয় । আসামীরা স্টোর রুমের তালা ভেঙ্গে স্টোরে ও জাহাজের বিভিন্ন জায়গায় থাকা পিতলের বুস, গেইট বাল্ব, পাম্প মেশিন, ফ্লান্স, এস.এস ও তামা সহ আনুমানকি সাত মে.টন মালামাল যার মোট আনুমানিক মূল্য ৪৩,২৫,০০০/- (তেয়াল্লিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা লুন্ঠন করে তাদের কয়েকটি অপেক্ষামান ট্রলার যোগে নিয়ে চলে যায় । আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয় ।

চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রামে অভিযোগ দায়ের করা হলে বাদীর অভিযোগ সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করত: আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তে গ্রেফতারকৃত আসামীগণ অভিযোগের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়ে তদন্তকারী কর্মকর্তা অত্র মামলায় আসামীদেরকে গ্রেফতার করে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। বাদী পক্ষে রিমান্ড শুনানীতে উপস্থিত ছিলেন- এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান) প্রমুখ।

262 Views

আরও পড়ুন

পূর্ণিমা সরকারের কবিতা ❝ আগমনী বসন্ত ❞

বোয়ালখালীতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ

আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

যেভাবে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ

ছাত্রনেতা সোহেল রানার জানাজা সম্পন্ন

কক্সবাজারে শ্রমিক কল্যাণের দিনব্যাপী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল সম্পন্ন।

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : হাসনাত আব্দুল্লাহ

রাবিতে আছিয়ার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বাঁধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে হামলা, আহত ৫

চকরিয়ায় সাধারণ শিক্ষার্থী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ১২ মামলার আসামি মনিরসহ গ্রেপ্তার ৩, মাদক উদ্ধার