আদালত প্রতিনিধিঃ
আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী ও আইনজীবী পরিবারের সকল সদস্যকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সরোয়ারর হোসাইন লাভলু। ৮ জুলাই বৃহস্পতিবার মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বরাবরে নিজের লেখা খোলা চিঠিতে তিনি এ দাবি জানান।
এতে তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে করোনা ভাইরাসের প্রকোপ অত্যধিক হারে বেড়েছে। সরকার প্রথম চল্লিশোর্ধ ব্যক্তি ও সম্মুখ সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন এর আওতায় এনেছিলেন। যার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ডাক্তার, নার্স, সাংবাদিকসহ করোনা ভাইরাসের চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে জড়িত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
উক্ত প্রজ্ঞাপনে আইনজীবীদের নাম না থাকায় সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ আবু তালেব মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেছিলেন। মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মঞ্জুর হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে বার কাউন্সিলের নিবন্ধনপ্রাপ্ত সকল আইনজীবীকে করোনা ভাইরাসের ভ্যাকসিন এর আওতায় আনার জন্য নির্দেশ প্রদান করা হয়। উক্ত নির্দেশনা মোতাবেক সরকার বাংলাদেশ বার কাউন্সিল বরাবরে তালিকাভুক্ত আইনজীবীদের তালিকা প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করেন। নির্দেশনা মোতাবেক বাংলাদেশ বার কাউন্সিল দেশের সকল আইনজীবী সমিতিকে তালিকাভুক্ত আইনজীবীদের তালিকা প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করেন। এতে করে পর্যায়ক্রমে আইনজীবীরা করোনা ভাইরাসের ভ্যাকসিনের আওতায় আসলেও সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত হওয়ার বিষয়ে শঙ্কা থেকে যায়। কেননা একজন আইনজীবির সংস্পর্শে তার পরিবারের লোকজন যথাক্রমে পিতা-মাতা-সন্তান এবং স্ত্রী ও শিক্ষানবীস আইনজীবীরা এসে থাকেন। ফলে আইনজীবীরা ভ্যাকসিনেটেড হলেও তাদের সহযোগী ও পরিবারের সদস্যরা ভ্যাকসিনেটেড না হওয়ায় পুনরায় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়ে যায়।
খোলা চিঠিতে শিক্ষানবিশ আইনজীবী ও আইনজীবী পরিবারের সদস্যদের ভ্যাকসিনের আওতায় আনা না হলে সরকার যে উদ্দেশ্যে আইনজীবীদের করোনা ভ্যাকসিনের আওতায় এনেছে সে উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। এই খোলা চিঠির একটি অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এর বরাবরে পাঠাবেন বলে জানান।