|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটিতে ধর্ষণ মামলায় শরৎ তংচংগ্যা ওরফে সুরন তংচংগ্যা (৪৫) নামে এক আসামীকে ৩লাখ টাকা জরিমানা সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। কাপ্তাই উপজেলার স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালত এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শরৎ তনচংগ্যা ওরফে সুরন তংচংগ্যা’র বিরুদ্ধে কাপ্তাই থানায় দায়ের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’র বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামী কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন’র সাপছড়ি ওপরপাড়ার বাসিন্দা নোয়াধন তংচংগ্যার ছেলে।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ এপ্রিল সকাল ১১টার সময় শরৎ তনচংগ্যা দেবাছড়া এলাকায় পেছন থেকে ঝাপটে ধরে এবং গলায় ওড়না প্যাচিয়ে পাহাড়ী ছড়ায় নিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা চালায়। ধর্ষকের হাত থেকে নিজেকে রক্ষায় দশম শ্রেনী পড়ুয়া কিশোরীর চিৎকার চেচামেচিতে পথচারীরা এগিয়ে আসে। তারাই নির্জন ছড়ায় ধর্ষকের কবল থেকে কিশোরীকে উদ্ধার করে। তখন কৌশলে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার পরদিন ১৩ এপ্রিল ভিকটিমের পিতা কাপ্তাই থানায় মামলা করেন। এ মামলায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড ঘোষণা করেছে বিজ্ঞ আদালত।
রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ সাজা প্রদান করেছে। #