
রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার:
রংপুরে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিয়াদ প্রধান নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রহমান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুন বিকেলে পীরগঞ্জ উপজেলার রামনাথপুরের দিনমজুর শাহজাহান আলীর মেয়ে তানজিলা খাতুন চুমকি বাড়ির পাশে খেলার সময় আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেয় প্রতিবেশী রিয়াদ। এরপর নিজ বাড়িতে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে ওই বাড়ির গৃহকর্মীর সহযোগিতায় বস্তায় ভরে খাটের নিচে মাটি খুঁড়ে পুতে রাখে রিয়াদ। ৪ বছর বিচারাধীন থাকা এ মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ার এক নারীকে খালাস দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০