রাফিউল ইসলাম রাব্বি, রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুরে পণ্যের মান সনদ না নিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়ের অপরাধে এক সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জরিমানা পাশাপাশি প্রতিষ্টানের রক্ষিত লেবেলবিহীন কয়েক ড্রাম পাম তেল ধ্বংস করা হয়।অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মিঠাপুকুর উপজেলার সহাকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকি, তাকে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেসবাহ উল হাসান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০