
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড আরোপ করা হয়।
আজ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন এবং রেকসোনা খাতুন এর নেতৃত্বে মাদারীপুর জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশের ছাড়পত্র না থাকায়, ইটভাটার লাইসেন্স না থাকায়, জিগজ্যাগ চিমনি ব্যবহার না করা, অতিরিক্ত দামে ইট বিক্রি করা, জ্বালানি কাঠ ব্যবহার করা ইত্যাদি অপরাধে ১২ টি মামলায় ১২ টি ইটভাটাকে মোট ১৪ লক্ষ ৯৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০