মোঃ নাঈম মিয়া (কিশোরগঞ্জ জেলা) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে সরকারি নির্দেশনা ও শর্ত অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে অর্থদণ্ড করছে ভ্রাম্যমাণ আদালত।
(১৭ আগস্ট) সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেএই জরিমানা করা হয়।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন হাইওয়ে থানা, ভৈরব, কিশোরগঞ্জ।
ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়,
ভৈরবের সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করে বাসে অতিরিক্ত যাত্রী বহন ১৬ জনকে মোট ৩৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
করোনা প্রতিরোধে সরকার যে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী পরিবহন চালানোর নির্দেশনা দিয়েছেন সম্প্রতি গাড়ি চালকেরা অনেকে তা মানছেন না। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকাও রয়েছে।
কারণ, হাঁচি, কাশি বা কথা বলার সময় মানুষের নাক বা মুখ থেকে যে ড্রপলেটস বের হয়, তাতে ভাইরাস থাকতে পারে, আর আক্রান্ত ব্যক্তির খুব বেশি কাছে গেলে শ্বাস-প্রশ্বাসের সাথে এই ড্রপলেটস কোভিড-১৯ এর ভাইরাস নিয়ে আপনার মধ্যে ঢুকতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন,
সরকার স্বাস্থ্যবিধি মেনে দুই সিটে একজন যাত্রী বসানোর মাধ্যমে সীমিত বাস চলাচলের নির্দেশনা দিলে ও তা না মেনে অধিকাংশ যানবাহন অতিরিক্ত যাত্রী বহনের খবর পেয়ে আমি অভিযানে নেমে এর প্রমাণ পাওয়ায়।
অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ১৬ বাস সার্ভিসকে ৩১ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে । এবং যাত্রীদের আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সতেচন করা হয়েছে ।অন্যদিকে মোটরসাইকেলের নিবন্ধনসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজ-পত্র না থাকায় দুই মোটরসাইকেল যাত্রীকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মাে. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যারের নির্দেশনা মােতাবেক ভৈরব ঢাকা সিলেট মহাসড়কে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ১৬ বাস সার্ভিসকে ৩১হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মোটরসাইকেলের নিবন্ধনসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজ-পত্র না থাকায় দুই মোটরসাইকেল যাত্রীকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।এ সময় সকলকে বাইরে বের হলে নিয়মিত মাস্ক ব্যবহারের জন্য সতেচন করা হয়। তিনি আরাে বলেন, যদি কেউ এ আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।