
রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ
জামালপুরে সুপ্রিম কোর্ট কর্তৃক ভাচুয়াল কোর্ট পরিচালনার জন্য গত ১০ মে আদেশের প্রেক্ষিতে ভাচুয়াল কোর্ট পরিচালনায় অসম্মতি জানিয়েছেন জামালপুর জেলা আইনজীবী সমিতি।
গত ১২ মে মঙ্গলবার জামালপুর জেলার বার সমিতির পক্ষ থেকে উকিল বারের অডিটিয়ামে এক জরুরী বিশেষ সভার আয়োজন করে। ওই বারের জরুরী বিশেষ সভায় সকলের সম্মতিক্রমে ভাচুয়াল কোর্ট পরিচালনা বিষয়ে তা’ অসম্মতি পোষণ করেছেন।

এ বিষয়ে জামালপুর জেলা বার সমিতির পক্ষ থেকে গত ১২ মে মঙ্গলবার জেলা বারের সাধারণ সম্পাদক শাহ মো. এনায়েত হোসেন হিটলার এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সোস্যাল মিডিয়া ফেসবুকে প্রচার করেছেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশ জানান, ভার্চুয়াল কোর্ট পরিচালনার জন্য ইউএনডিপি-এর পক্ষ থেকে আইনজীবীদের যথাযাথ প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত কোনও প্রশিক্ষণ না দেওয়ায় ভার্চুয়াল কোর্ট বিষয়ে তেমন কোনও ধারণা নেয় এ জেলার আইনজীবীদের। তাই আপাতত ভার্চুয়াল কোর্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে এই জেলার আইনজীবীরা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০