ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ার আবু সুফিয়ান ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ ফেব্রুয়ারি ২০২২, ৯:৪৪ পূর্বাহ্ণ

Link Copied!

মোস্তাকিম ফারুকী:

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২১-২২) আওয়ামী লীগসমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা সভাপতিসহ ১৫টি পদে জয় পেয়েছেন। এর মধ্যে কার্যনির্বাহী সদস্য পদে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় ব্যাচের সাবেক ছাত্র এডভোকেট আবু সুফিয়ান। এই তরুণ উদীয়মান আইনজীবী ব্রাহ্মণবাড়ীয়ার জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। এডভোকেট আবু সুফিয়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সস্পাদক, সহ-সভাপতি ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্রলীগ এর সাথে ছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই তরুণ উদীয়মান আইনজীবী নবীন এবং প্রবীন আইনজীবীদের সাথে সেতুবন্ধন তৈরী করে সাধারণ আইনজীবীদের কল্যানে কাজ করতে চান।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদসহ বিএনপিসমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা আটটি পদে জিতেছেন। ভোট গণনা শেষে আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু এই ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগসমর্থিত সাদা প্যানেলে থেকে জিতেছেন সভাপতি পদে আইনজীবী মাহবুবুর রহমান বাতেন, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহসাধারণ সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে এ কে এম আরিফুল ইসলাম কাওছার, গ্রন্থাগার সম্পাদক পদে শারমিন সুলতানা, দপ্তর সম্পাদক পদে জাকির হোসাইন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস ইমরুল কায়েশ। এ ছাড়া আওয়ামী লীগসমর্থিত সাদা প্যানেল থেকে সদস্য পদে বিজয়ী আইনজীবীরা হলেন বাহারুল ইসলাম, মহিন উদ্দিন, জুয়েল চন্দ্র, এ বি এম ফয়সাল সারোয়ার, সুলতানা রাজিয়া ও আহসান হাবিব।

অন্যদিকে, বিএনপি-জামায়াতসমর্থিত নীল প্যানেলের সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী, জ্যেষ্ঠ সহসভাপতি পদে কামাল উদ্দিন ও সহসভাপতি পদে আনিসুর রহমান জয় পেয়েছেন। নীল প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন আইনজীবী এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার, সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১৭ হাজার ৭৫৬ জন আইনজীবী ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট দেন।

119 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর দিনব্যাপী ইফতার মাহফিলের প্রচারণা

সুনামগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সনাকের মানববন্ধন

যাঁরা দেশে টাকা পাচার করেছে লন্ডনে তাদের সামাজিকভাবে বয়কট শুরু হয়েছে —————————————কয়ছর এম আহমদ

দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আল আমিনের নেতৃত্বে মশাল মিছিল

কক্সবাজারে আইনশৃঙ্খলা, যানজট এবং সুশাসন নিশ্চিতে সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

চকরিয়া থানার ওসির তত্বাবধানে বিট পুলিশিং সভা

গাজীপুরে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পূর্ণিমা সরকারের কবিতা ❝ আগমনী বসন্ত ❞

বোয়ালখালীতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ

আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

যেভাবে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ

ছাত্রনেতা সোহেল রানার জানাজা সম্পন্ন