

ছারোয়ার হোসেন হৃদয়(নোয়াখালী) ঃ
বাংলাদেশ বার কাউন্সলের ২০১৭, ২০২০ সালের অনুষ্ঠিত পরিক্ষায় এম সি কিউ পাশকৃত শিক্ষার্থীদের মার্চ/এপ্রিলের দিকে লিখিত পরিক্ষা হওয়ার কথ ছিল, দেশের এই মহামারী করোনাভাইরাস সংক্রামণ কারণে স্থগিত হয়ে যায় সকল ধরনের পরিক্ষা। নতুন এম সি কিউ পাস করা শিক্ষার্থীরা পড়ছে বিপাকে দেশের এই পরিস্থিতি কেটে উঠে পরিক্ষা দিতে লেগে যাবে আরো ২/৩বছর এমন টা আশা করেন নবীন শিক্ষানিবিস শিক্ষার্থীগণ। তাই তারা সময় আর বেকারত্ব অভিশাপ থেকে বাঁচতে লিখিত পরিক্ষা বাদ দিয়ে ভাইবা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিল এর
আইনজীবী হয়ে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টি আকর্ষণ করে। তাদেরকে বার কাউন্সিল এর তালিকাভুক্ত আইনজীবি হিসাবে নিবন্ধন করতে এবং আইন মন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রকাশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে আজ নোয়াখালীতে স্মারক প্রদান করেন। প্রধানমন্ত্রীএর পক্ষে থেকে স্মারক গ্রহণর্ক েরে নোয়াখালী জেলা প্রশাসক ও সরকারে যুগ্ম সচিব তন্ময় দাস।
এই সময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ আইনজীবি আমজাদ হোসেন রানা, এস এম নিজাম, রশিদ উদ্দিন,শিহাব উদ্দিন,নোমান ছিদ্দিকী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০