জমিয়তে উলামায়ে ইসলাম বাংলদেশ-এর সহসভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব জামিনে মুক্তি পেয়েছেন।
আজ (২ অক্টোবর) সন্ধ্যায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন,জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম প্রতিষ্ঠাতা মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলদেশ-এর সহসভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক ঢাকা মহানগর সভাপতি খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব হাফিজাহুল্লাহ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লামা জুনায়েদ আল হাবীব হাফিজাহুল্লাহ- সুযোগ্য সন্তান মাওলানা মাহমুদ আল হাবিব।
https://www.facebook.com/100028331824288/posts/pfbid0bJHd9ByK7icqXdsVywLbWh5YtgMcRsKXSFeCgc32qkhMp1LfSDcosivygPt62DCNl/?app=fbl
গত ১৭ এপ্রিল ২০২১ সালে আলোচিত বক্তা মাওলানা জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদরাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিন সন্ধ্যায় মতিঝিল, রমনা ও লালবাগ বিভাগ গোয়েন্দা পুলিশের যৌথ দল তাকে গ্রেফতার করে।
আল্লামা জুনায়েদ আল হাবিব হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি ছাড়াও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি জমিয়ত ই উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, ২০১৩ সালের, ঢাকা অবরোধে যুক্ত থাকার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে জুনায়েদ আল হাবিব কে। উল্লেখ্য ২০১৩ সালের ৫ মে, ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০