স্টাফ রিপোর্টারঃ
ছাতকে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা,করোনা ভাইরাস সংক্রমণ রোধে নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। শুক্রবার (১৯জুন) বিকেলে উপজেলার পীরপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল। এ সময় মাস্ক ব্যাবহার না করায় ও স্বাস্থ্য বিধি না মেনে যত্রতত্র ঘুরাঘুরি করায় ৯ ব্যাক্তিকে ১৮শ টাকা জরিমানা করেন। নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ না করায় ও স্বাস্থ্য বিধি না মানায় বাজারের ৪টি দোকান থেকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। ##