অলিউর রহমান,স্টাফ রিপোর্টার: মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে জনসচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে উত্তর খুরমা ইউনিয়নের শাহজালাল কাঞ্চনপুর বাজারে বিট পুলিশিং এর উদ্যোগে জন সচেতন মূলক সভা অনুষ্টিত হয়েছে।
উত্তর খুরমা ইউনিয়নের বিট অফিসার এসআই মোঃ আসাদুজ্জামান রাসেল জানান, বিট পুলিশিং সভায়, নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন, মাদক বিরোধী, করোনা মহামারীতে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিট পুলিশিং কি ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে জনসচেতন মূলক বক্তব্য প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উত্তর খুরমা ইউনিয়নের বিট অফিসার এসআই মোঃ আসাদুজ্জামান রাসেল, পিএসআই আনন্দ চন্দ্র, পিএসআই শফিউল ইসলাম সহ বাজারের ব্যবসায়ি বৃন্দ ও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০