প্রেস বিজ্ঞপ্তি :
“মেসার্স টোকিও ফ্যাশন হাউস” এর স্বত্ত্বাধিকারী জনৈক মরহুম মাহফুজুল হক মিয়া এর পুত্র মতিউর রহমান নিজামী আই.বি.বি.এল. জুবিলী রোড শাখা থেকে বিনিয়োগ সুবিধা গ্রহণ করে উক্ত টাকা পরিশোধের জন্য ২,১৭,৯৯০/- টাকার একখানা চেক প্রদান করেন। উক্ত চেক নগদায়নের জন্য বাদী ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবে উপস্থাপন করলে চেকখানা নগদায়ন হওয়ার পরিবর্তে ডিজঅনার হয়ে ফেরত আসলে এই আসামীর বিরুদ্ধে বিগত ২০/০৪/২০১৭ইং তারিখে ব্যাংক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে আইবিবিএল জুবিলী রোড শাখার পক্ষে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সি.আর মামলা নং-৭৬৩/১৭ দায়ের করেন। পরবতীতে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য বিজ্ঞ ১ম যুগ্ম মহানগর দায়রা জজ এর আদালতে এসটি মামলা নং- ৮২১৪/১৭ মূলে বদলি হয়ে আসে। বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে এন.আইএ্যাক্ট এর ১৩৮ ধারায় চার্জ গঠন করেন। পরবর্তীতে সাক্ষীর জেরা, জবানবন্দি যুক্তি তর্ক উপস্থাপন শেষে অদ্য ১৬/০৩/২০২০ইং তারিখে উল্লেখিত মামলায় ভারপ্রাপ্ত যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ ছালামত উল্লার আদালত আসামীর বিরুদ্ধে ০৩ মাসের কারাদন্ড এবং ২,১৭,৯৯০/- টাকার অর্থদন্ডের আদেশ দেন। উল্লেখ্য আসামী জামিনে গিয়ে পলাতক থাকায় গ্রেফতার হওয়ার দিন বা স্বেচ্ছায় আদালতে হাজির হওয়ার তারিখ থেকে সাজা কার্যকর হবে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান, এডভোকেট মোহাম্মদ শরীফ উদ্দিন, এডভোকেট এ.এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট দেওয়ান ফিরোজ রশিদ, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোঃ বদরুল হাসান প্রমুখ। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পি.পি এডভোকেট রামপ্রসাদ ভট্টাচার্য্য।