
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি:
চকরিয়ায় গরু চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় মা ও দুই মেয়ের জামিন দিয়েছে আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এর আদালত পরবর্তী ধার্য্য তারিখ পর্যন্ত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলায় জামিন প্রাপ্তরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট কুসুমপুর ইউনিয়নের আবুল কালামের স্ত্রী পারভীন আক্তার (৫৫), মেয়ে সেলিনা আক্তার (২৮) ও রোজিনা আক্তার (২৫)।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ও.কে.এম শেখ সাদী।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে হারবাংয়ের দক্ষিণ পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশের পর এটি ভাইরাল হয়ে যায় । এই ঘটনায় সোস্যাল মিডিয়ায় জড়িতদের শাস্তির দাবী ওঠে।
পরে এ ঘটনায় রবিবার (২৩ আগস্ট) স্বতঃ প্রণোদিত হয়ে মামলা নেয় চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বিজ্ঞ আদালত মামলাটি চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
এই ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়কে প্রধান করে একটি কমিটি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসামীদের পক্ষে আইনী সহায়তা প্রদান করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন(বিএইচ.আর.এফ)এর পক্ষে এডভোকেট আশিকুল বশির নকিব সহ মানবাধিকার আইনজীবীবৃন্দ।
এই বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন( বিএইচ.আর.এফ) এর অর্গানাইজিং সেক্রেটারি এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন--
চকরিয়ায় মা-মেয়ের উপর নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার চেস্টা করছেন একটি মহল, তাই এ ব্যাপারে নিরেপেক্ষ ও সূষ্টু তদন্ত দাবী করছি।
সেই সাথে মা-মেয়েকে মারধর করে রশি দিয়ে বেঁধে যারা পুলিশের হাতে তুলে দিয়েছে অবিলম্বে তাদেরকেও আইনের আওতায় আনার দাবী করছি।।
বিএইচ.আর.এফ বরাবরেই নির্যাতিত মানুষকে আইনী সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতেও থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০