এম এম রুহেলজৈন্তাপুর (সিলেট) থেকে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কিত হন। গোলাম দস্তগীর আহমদের সফল নেতৃত্বের ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারী মাসে জৈন্তাপুর থানা পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপহৃত ভিকটিম উদ্ধার সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার শিশু ও নারী নির্যাতন মামলার সর্বাধিক আসামী ধরতে সক্ষম হন। এছাড়াও তার নেতৃত্বে জৈন্তাপুর থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শান্তি নিরাপত্তা সহ বিভিন্ন গরুত্বপুর্ন কাজে নিষ্টার সাথে দায়িত্ব পালনে ভূমিকা রাখেন।
গত ৬ মার্চ রোববার সকাল ১০টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাহাকে এই পুরস্কার প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় এবং জৈন্তাপুর মডেল থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি জৈন্তাপুর থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় চান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০