কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় জাল টাকাসহ আটক চার জনকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার পুলিশ আসামীদের আদালতে হাজির করলে ৫ দিনের রিমান্ড চায়।আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদীন নাহী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসময় আসামী পক্ষের আইনজীবি শফিউল আলম ও আইয়ুব হোছাইন আসামীদের জামিনের আবেদন করেন। জামিন আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে জাল টাকার নোট তৈরি চক্রের প্রভাবশালী অন্যান্য সদস্যদের নামসহ আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ।