নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁওয়ের লাউয়াছড়া থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় অবৈধ বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বালুভর্তি একটি পিকআপ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত বালু উত্তোলনকারী পূর্ব জালালপুর গ্রামের মহব্বত উল্যার ছেলে আবুল কালামকে বালু ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী এ দন্ড প্রদান করেন।
কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সরকারি ইজারা না থাকায় কমলগঞ্জের বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বালু জব্দ ও নগদ জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০