ইয়াসির আরাফাত :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
উৎসবমূখরপ রিবেশে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন চলে ।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ’ থেকে সভাপতি পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল সহ ৯টি পদে বিজয় লাভ করেন।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদুল আনোয়ার সহ ৮টি পদে বিজয় লাভ করেন।
দুইটি প্যানেলে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন :
সিনিয়র সহ-সভাপতি এড. মোহাম্মদ আবু তাহের-২,–(আইনজীবী ঐক্য পরিষদ)
সহ-সভাপতি পদে এড. নাজিম উদ্দিন,–(আইনজীবী ঐক্য পরিষদ)
সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এড. শাহাব উদ্দিন সাহীব, –(আইনজীবী ঐক্য পরিষদ)
সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এড. মো. আকতার হোসেন,—আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ
পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এড. বাবুল মিয়া,–আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ
আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এড. মনিরুল ইসলাম।—আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ
সদস্য পদে নির্বাচিতরা হলেন যথাক্রমে এড. মোহাম্মদ ইসহাক, এড. কফিল উদ্দিন চৌধুরী, এড. আমানুল হক, এড. মোহাম্মদ রিদুয়ান (আলী), এড. শবনম মুস্তারী, এড. মোহাম্মদ ছাদেক উল্লাহ, এড. মোস্তাক আহমদ চৌধুরী, এড. আবুল কাশেম ও এড. ইফতিখার মাহমুদ মুন্না।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১২জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭৬২ জন ।