ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

ওয়াইবিএফ’র আয়োজনে চতুর্থ ল সামিট অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস রিলিজ :

ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির (ওয়াইবিএফ) উদ্যোগে ল সামিট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে  চতুর্থবারের মতো এ সামিটের আয়োজন করে সংগঠনটি।

ওয়াইবিএফের সভাপতি জুবায়ের সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদুল ইসলামের  সঞ্চালনায় সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ বলেন, ভালো আইনজীবী হতে চাইলে আইনের মূল বই পড়তে হবে। একজন আইনজীবীকে প্রতারণার আশ্রয় কখনোই নেওয়া যাবে না। সবসময় মনে রাখতে হবে মানুষের সেবাই মূল লক্ষ্য। শৃঙ্খলা বোধের অশেষ নমুনা দেখাতে হবে। 
তিনি আরও বলেন, সিনিয়র থেকে শিখতে হবে, পড়াশোনার বিকল্প নেই। ভালো এডভোকেট হওয়ার পাশাপাশি নৈতিক মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, জীবনে সফলতা পেতে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্টের পরিক্ষার বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি কর্তৃপক্ষের নিকট বর্তমান সময়ের আলোকে পরিক্ষা পদ্ধতি তে সংস্কার দাবি করেন। এছাড়াও তিনি শিক্ষাক্রমে পরিবর্তন চেয়ে বলেন, আইন পেশায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য অনার্সের শেষ বছর সরাসরি প্রাকটিকাল সেশন রাখতে হবে। ক্লিনিক্যাল এডভোকেসির প্রতি তিনি গুরুত্বারোপ করার জোর দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট শিশির মনির বলেন, গবেষণার জগতে একজন আইনজীবীকে অনন্য নজির স্থাপন করতে হবে। শুধু টাকার দিকে না তাকিয়ে মানুষের সুখে দুঃখে নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি নিজের আইন পেশার বিভিন্ন গল্প উদাহরণ হিসেবে তুলে ধরেন।
আইন পেশাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজে লাগানোর উদাত্ত আহ্বান জানান এডভোকেট শিশির মনির।
সামিটে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য ওয়াইবিএফ সভাপতি জুবায়ের সিদ্দিক বলেন , 
“আজকের আইন বিভাগের শিক্ষার্থীদের হাতেই আমাদের দেশের আগামী দিনের আইন তার নিজস্বতা লাভ করবে এবং এরাই আমাদের আগামী দিনের স্বপ্ন। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। সেই সাথে তিনি সকল শিক্ষার্থীদের বিবেকবান আইনজীবী হিসেবে নিজেকে তৈরি করার আহবান জানান এবং ওয়াইবিএফের এর কার্যক্রমের সার্বিক দিক তুলে ধরেন”। সবশেষে তিনি ওয়াইবিএফের সাথে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ এডভোকেট মাসদার হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার বেলায়েত হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ শিশির মনির,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের এইচআর এডমিন হাবিবুল হাসান সাইমন,ব্যারিষ্টার মোঃ মাহমুদুল হাসান, এডভোকেট রেজাউল হক রিয়াজ,এডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমূখ।

সামিটে নর্থ সাউথ, ব্রাক, ড্যাফোডিল, ইস্ট-ওয়েস্ট, নর্দান, , সাউথইস্ট, মানারাত, উত্তরা,আইইউবি,এশিয়া প্যাসিফিক,ওয়ার্ল্ড  সহ দেশের ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ৫’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

323 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতকালে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স