
নিজস্ব প্রতিবেদক:
এ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনাকে আজ এক বছর পূর্ণ হলো। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো রায় ঘোষণা হয়নি। এতে নিহতের পরিবারসহ এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা।
গত বছরের এই দিনে চট্টগ্রাম আদালত চত্বরে সন্ত্রাসী সংগঠন ইষ্কনের হামলায় আইনজীবী এ্যাডভোকেট আলিফ নির্মমভাবে নিহত হন। ঘটনার পরই মামলা দায়ের করা হলেও তদন্তের অগ্রগতি ধীরগতির কারণে এখনো বিচারপ্রক্রিয়া আলোর মুখ দেখেনি।
নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “এক বছর পার হয়ে গেলেও ন্যায়বিচারের দেখা মিলছে না। আমরা রাষ্ট্রের কাছে দ্রুত বিচার চাই।”
এদিকে স্থানীয় জনগণও এ হত্যাকাণ্ডের দ্রুত রায় ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ, বিচারপ্রক্রিয়ার বিলম্ব দোষীদের উৎসাহিত করছে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে।
বিচার সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত ও সাক্ষ্যগ্রহণের বেশ কিছু ধাপ এখনো বাকি থাকায় রায় দিতে সময় লাগছে। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০