আদালত প্রতিবেদক,চট্টগ্রাম :
ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবন
সমূহে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম ওয়াসার এম.ডি ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে ১০ আগস্ট দুপুর ২টায় দামপাড়া ওয়াসা ভবনের এম.ডি'র কার্যালয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় আইনজীবী সমিতি নেতৃবৃন্দ আইনজীবী ভবন সমূহে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে জরুরী ভিত্তিতে ওয়াসার নতুন সংযোগ এবং বকেয়া বিলের কিস্তি সুবিধা প্রদানের অনুরোধ করলে ওয়াসার এম.ডি তা দ্রুত বাস্তবায়নের জন্য ওয়াসার সংশি-ষ্ট বিভাগকে নির্দেশ দেন ।
মত বিনিময়কালে ওয়াসার এম.ডি ফজলুল-াহ্ ওয়াসার বিশাল কর্মযজ্ঞের সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং ওয়াসার উন্নয়ন কর্মকান্ডে আইনজীবীদের সহায়তা কামনা করেন । আইনজীবী নেতৃবৃন্দ তাকে তাঁর বিশাল উন্নয়ন কর্মসুচি বাস্তাবায়নে সার্বিক সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন ।
আলোচনাকালে ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শামসুল আলম, উপ সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, ওয়াসার আইনজীবী এডভোকেট জিয়া হাবীব আহ্সান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এনামূল হক, সিনিয়র সহ সভাপতি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, এ জি এস এডভোকেট আবদুল আল মামুন, পাঠাগার সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, অফিস কর্মকর্তা শ্রীরূপ দাশ প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০