মোস্তাকিম হোসেন,হিলি স্থালবন্দর সংবাদদাতা:
দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চালু থাকবে হিলি স্থালবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ বৃহস্পতিবার হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজস্ব কর্মকর্তা বলেন, আগামীকাল শুক্রবার ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বন্দরের সব কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
এর আগে,বুধবার বিকালে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠিতে হিলি কাস্টমসের কাছে বন্দর খোলা রাখার আবেদন জানান।
হিলি স্থালবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট নিউজ ভিশন ৭১ বিডিকে জানান, ‘পুজা উপলক্ষে আগামী ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। এ সময় টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এছাড়া পেঁয়াজের বাজার অস্থিাতিশীল হয়ে ওঠায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও পুজার আগে ভারতে আটকে থাকা আমদানি করা পণ্যবাহী ট্রাক দেশে ঢুকতে আগামীকাল শুক্রবার বন্দর খোলা রাখার আবেদন করা হয়েছিল। হিলি স্থাল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের এ আবেদন মঞ্জুর করছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০