প্রিয়াংকা পিংক -
শ্যামবর্ন আইটি সম্পর্কিত একটি প্রতিষ্ঠান। অনেক দিন ধরে আইটি নিয়ে কাজ করলেও নির্দিষ্ট ও নিজস্ব কোনো অফিস না থাকায় আইটি নিয়ে আগ্রহী সকলকে এই সার্ভিস দেওয়া একটু কঠিন হয়ে পড়ছিল। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধনও। গতকাল বিকালে ঢাকার মুহাম্মদপুর বাসস্টান্ড শ্যামলী আইডিয়াল ইনস্টিটিউট সংলগ্ন মজিদ সুপার মার্কেটের ৩য় তলায় শ্যামবর্ন ডিজিটাল এর নিজস্ব অফিসে দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্যামবর্ন ডিজিটালের সত্ত্বাধিকারী মারজুক সাকিব, সিটি ব্যাংক কর্মকর্তা আল শাহরিয়ার রোকন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা ফয়সাল আহম্মদ সহ অনেকে।
ফ্রিল্যান্সিংয়ে কাজের ক্ষেত্র যেমন ব্যাপক, তেমনি প্রতিযোগিতাও অনেক বেশী। বর্তমানে কাজের চাহিদা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ফ্রিল্যান্সারদের সংখ্যাও। তাই একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনার প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং ঐকান্তিক প্রচেষ্টা। ভালো কাজ না জানলে মার্কেটপ্লেস থেকে আপনি কখনোই কাজ পাবেন না।SamborN Digital সফলতার সাথে আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণই প্রদান করে আসছে। প্রশিক্ষণ কোর্স গুলোর মধ্যে কম্পিউটার ট্রেনিং (বেসিক ও অ্যাডভান্স),গ্রাফিক ডিজাইন (বেসিক ও অ্যাডভান্স), ডিজিটাল মার্কেটিং (বেসিক ও অ্যাডভান্স), ভিডিও এডিটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং উল্লেখযোগ্য। মুহাম্মদপুর সংলগ্ন মজিদ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত শ্যামবর্ন ডিজিটাল এর অফিসে উপস্থিত হয়ে যে কেউ এই সুবিধা নিতে পারবেন জানিয়েছন উক্ত প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আইটি বিশেষজ্ঞ মারজুক সাকিব।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০