ঢাকাবুধবার , ২২ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

রামুতে বিজিবি-চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৪ বিজিবি সদস্য

প্রতিবেদক
নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৩, ২:০৪ অপরাহ্ণ

Link Copied!

কক্সবাজারের রামু উপজেলার পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরু জব্দের ঘটনায় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে আবদুল জব্বার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার বিজিবি সদস্য। গতকাল শনিবার রাত ৯টার দিকে পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল জব্বার জামে মসজিদ এলাকার বাসিন্দা। র‍্যাবের দাবি, তিনি গরু চোরাকারবারি। ওই সংঘর্ষে বিজিবির চার সদস্য আহত হয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন প্রথম আলোকে বলেন, আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিহত ব্যক্তির লাশ হস্তান্তর করা হয়নি। লাশটি নাইক্ষ্যংছড়িতে রয়েছে। তবে এ ঘটনায় রামু থানায় মামলা হবে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছয়টি গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কাউয়ারখোপ ডেফারকুল নিয়ে আসে কয়েকজন চোরাকারবারি। সেখান থেকে গরুগুলো রামুর পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকার আনা হলে বিজিবি টহল দল চোরাই গরুগুলো জব্দ করে। এ সময় চোরাকারবারিরা হইচই শুরু করে গ্রামের লোকজনকে জড়ো করেন এবং বিজিবি সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার বিজিবি সদস্য আহত হন। বিজিবি সদস্যরা তখন কয়েকটি গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আবদুল জব্বার ও আহত বিজিবি সদস্যদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আবদুল জব্বারকে মৃত ঘোষণা করেন। আর থেকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির আহত তিন সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল হক জানান, বিজিবি-গরু চোরাকারবারির মধ্যে সংঘর্ষে আবদুল জব্বার নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত আবদুল জব্বারের লাশ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল।

সংঘর্ষের ঘটনায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমের বক্তব্য পাওয়া যায়নি। তবে ১১ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি টহল দলের ওপর চোরাকারবারিদের আক্রমণের ঘটনায় বিজিবির চারজন সদস্য আহত হয়েছেন। রাতে সীমান্তের চোরাই গরু জব্দ করে টহল দল হেঁটে ক্যাম্পে ফেরার সময় প্রায় ২০০-৩০০ জন লোক দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেলসহ বিজিবি টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বিজিবির চারজন সদস্য আহত হন। এর মধ্যে হাবিলদার মো. মোহাইমিনুল ইসলাম, নায়েক মো. লুৎফর রহমান ও নায়েক মো. আবুল কালামকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

583 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক -সাধারণ সম্পাদক উজ্জ্বল

মেডিকেলে ভর্তি: কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত

মানবতার উন্মেষ ফাউন্ডেশনের “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫” সম্পন্ন

কক্সবাজারে মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠিত

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুল হক -সাধারণ সম্পাদক উজ্জ্বল

সুনামগঞ্জে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

জয়কলস রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে মদনপুর পয়েন্টে মতবিনিময় সভা

সেন্টমার্টিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি রিজিয়ন কমান্ডার

সরকার পতনের দীর্ঘদিন পরেও পরিবর্তন হয়নি বুটেক্সের শেখ হাসিনা হলের নাম

প্রতিহিংসা নয়, সুস্থ প্রতিযোগিতা হোক

অনুপমা আজিজের কবিতা “পীড়ন”

সুনামগঞ্জে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সংলাপ অনুষ্ঠিত