এম এ মোতালিব ভুঁইয়াঃ
‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজারে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) সকালে উপজেলাহলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্তাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার)আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃআব্দুর রহিম,উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার,পান্ডারগাও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ,বগুলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন ।এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক,ইউপি সদস্য/সদস্যা,এনজিও কর্মকর্তা, সংগঠন প্রতিনিধি,ইউডিসি উদ্যোক্তাবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক তার বক্তব্যে উল্লেখ করেন, যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
সেমিনারের উত্থাপিত প্রবন্ধে উল্লেখ্য করা হয়, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়াই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তদুপরি প্রতারণা এড়াতে এবং বিদেশে সঠিক কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত হয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে এবং এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে জেনে বুঝে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক কর্মসংস্থানের জন্য বিদেশে গমন করার উপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়। এছাড়া আরো উল্লেখ করা হয়,সরকার বিদেশে অবস্থানকালে প্রবাসীদের আকস্মিক মৃত্যুতে ৩ লাখ টাকা অনুদান এবং বিদেশ থেকে দেশে ফেরার পর ৬ মাসের মধ্যে কারো মৃত্যু হলে তার পরিবারকে একই পরিমাণ অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়া বিদেশ থেকে অসুস্থ অবস্থায় দেশে ফিরলে তার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলেও জানানো হয়। তদুপরি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর দেশের প্রতি উপজেলা থেকে গড়ে ১ হাজার মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে ২০১৮ সালে এক নতুন ইস্তেহার ঘোষণা করেছিলেন। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।