মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা
দীর্ঘ নয় মাস চাল আমদানি বন্ধের পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।
শনিবার দুপুরে চাল বোঝায় তিনটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে চাল আমদানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন হিলি বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
খোঁজ নিয়ে যানাযায়,মন্ত্রণালয়ের আমদানির অনুমতি পত্র (আইপি) না থাকায় গেল বছর ৩১ অক্টোবর থেকে হিলি দিয়ে সকল প্রকার চাল আমদানি বন্ধ ছিল। এর পর থেকে দেশে চালের দাম বেশি হওয়ায় আবারো সরকার চালের আমদানির সীদ্ধান্ত নেয়। আজ তিনটি ট্রাকে প্রথম চালের চালান বন্দরে প্রবেশ করল।
এদিকে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গুটি স্বর্ণা-৫,৪৬ টাকা, বিআর২৯-৪৬ টাকা, মিনিকেট ৬২ থেকে ৬৪ টাকা, বিআর-২৮,.৫৬ টাকা, সম্পা কাটারি-৬৬ টাকায় বিক্রয় হচ্ছে।
চাল ব্যবসায়ী সামসুল ইসলাম বলেন,‘দীর্ঘ দিন ধরে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। এর কারনে দামে কিছুটা প্রভাব পড়েছে। তবে ভারতীয় চাল আমদানি অব্যাহত থাকলে দাম কিছুটা কমতে পারে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন,‘দীর্ঘ নয় মাস পর এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।এর আগে গেল বছর ৩১ অক্টোবর চাল আসে বন্দরে।চাল আমদানি অব্যাহত থাকবে।