মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধের পর আজ থেকে শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি।
হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, কোরবানির ঈদ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। পাঁচদিন বন্ধের পর আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, ভারতীয় মালবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে এবং পণ্যগুলো আনলোড হয়ে দেশি ট্রাকগুলোতে লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০