আমির হোসাইন, কক্সবাজার::
ঈদকে সামনে রেখে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় শপিংমল গুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পছন্দের পোশাকটি কিনতে দামদর করছে প্রায় ক্রেতারা। অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাত সর্বত্রই কেনা কাটার ধুম পড়েছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই জমছে ঈদ বাজার। কক্সবাজারের উপজেলা গুলোতে এখন পুরো দমে জমে উঠেছে ঈদ বাজার। নামিদামী শপিংমল গুলোর পাশাপাশি ফুটপাতের দোকান গুলোতেও নানা পন্যের পসরা সাজিয়ে বসেছেন হকারেরা। নিম্ন আয়ের মানুষ ভিড় জমাচ্ছেন ফুটপাতের এসব দোকান গুলোতে।
কক্সবাজার শহরের বড় বাজার, মহেশখালী, ঈদগাঁও, চকরিয়াসহ বিভিন্ন বাজারের শপিংমল গুলোতে সরেজমিন ঘুরে দেখা যায় ,ক্রেতাদের উপছে পড়া ভিড়। সচেতন ক্রেতারা বলছেন এবার তুলনামূলক ভাবে কাপড়ের দাম অনেক বেশি থ্রি পিস, রেডিমেড থ্রি পিস গুলোতে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে।
মহেশখালী তে একমাত্র ব্র্যান্ডের জুতা (এপেক্স) ফ্রেঞ্জাসীর মালিক ফারুক ইকবাল জানান, ক্রেতাদের চাহিদা মিটাতে প্রচুর নতুন কালেশন রয়েছে। ইতিমধ্যে অনেকেই কক্সবাজার , চকরিয়া না গিয়ে মহেশখালীতে ব্র্যান্ডের পছন্দের জুতা কিনতে পেরে নারী,পুরুষ ,শিশুরা ও আনন্দিত।
রেডিমেড পোশাক, শাড়ী, কাটা কাপড়, মেয়েদের হরেক নাম ও ডিজাইনের পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিক্স ও ইমিটেশন অলংকারের দোকান গুলোতেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
একাধিক ব্যবসায়ী জানান, ক্রেতাদের মন মতো চাহিদা মেটাতে আধুনিকতার ছোঁয়ায় প্রায় সব দোকানি উঠিয়েছে নতুন কালেকশন। প্রতিদিন গড়ে প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা বিক্রি হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা।
বাজার গুলোতে যানজট মুক্ত রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান সচেতন মহল।