শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ–
দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব অদায়ে আবারো ধস নেমেছে। অর্থবছরে প্রথম ৬মাসে রজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১৬৫ কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা কম। যা আদায়হয়েছে তা লক্ষ্যমাত্রার ৩ ভাগের ১ ভাগ। গত বছরের ২৮ অক্টোবর থেকে পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে আয়েরলক্ষ্যমাত্রা রয়েছে ৪৫০ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকা। আর ছয় মাসে লক্ষ্যমাত্রা ছিল ২৩৮ কোটি৫৯ লাখ ৫৯ হাজার টাকা। এর বিপরীতে প্রথম ছয় মাসে রাজস্ব আয় হয়েছে মাত্র ৭৩ কোটি ৩২ লাখ২৩ হাজার টাকা। রাজস্ব আয় কম হওয়ার কারণে জানতে চাইলে স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্টএসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, বাণিজ্যিক ক্ষেত্রে সংশ্লিষ্টসংস্থাগুলোর সমন্বয়ের অভাবে ভারত থেকে পণ্য আমদানি কমে যাচ্ছে। যে কারণে আয়ের লক্ষ্যমাত্রাঅর্জিত হচ্ছে না।
ফল আমদানীর ক্ষেত্রেশতভাগ রাজস্ব আদায়ের কারণে সোনামসজিদ স্থলবন্দরের কিছু কিছু ফল আমদানিকারক অন্যবন্দরদিয়ে সুযোগ সুবিধা বেশী পাওয়ায় ওইসব বন্দর দিয়ে ফলসহ অন্যান্য পণ্য আমদানি করছে।সব স্থলবন্দরগুলিতে সরকারের একই নিয়মে রাজস্ব আদায় করা হলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি পণ্য আমদানি হবে এবং রাজস্ব আয়ও লক্ষ্য মাত্রার চেয়ে অনেক গুণ বেশি হবে বলে দাবি করেন তিনি।