ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত সংঘর্ষ: মামুন রশিদ তালুকদার গুরুতর আহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৯ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ফের রক্তাক্ত রূপ নিল।গত ৩০শে ডিসেম্বর রাতে মদিনা মার্কেট এলাকায় মহানগরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মামুন রশিদ সম্প্রতি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন।

দলীয় অভ্যন্তরে দীর্ঘদিনের বিভাজনের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁর ঘনিষ্ঠরা।

জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট ছাত্রলীগে তীব্র গ্রুপিং ও বিভাজনের সূচনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইলিয়াছুর রহমান ইলিয়াছকে ঘিরে একাংশ দলীয়ভাবে সক্রিয় থাকলেও অপর পক্ষ ছিল তার বিরোধিতায়। নির্বাচনের সময় এই দ্বন্দ্ব সৃষ্টির পর এখনো সেটির ধারাবাহিকতা বজায় রয়েছে।

এ প্রসঙ্গে আহত মামুন রশিদ বলেন,“আমি দলীয় প্রার্থী ইলিয়াছ ভাইয়ের পক্ষে তখনও মাঠে ছিলাম, এখনও আছি। কিন্তু শুধু এই কারণেই বারবার টার্গেট হচ্ছি। আমাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এটা শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটা আমাদের মত ভিন্নমতাবলম্বীদের দমন করার ভয়ংকর চক্রান্ত।

সংঘর্ষের দিন স্থানীয় এক বৈঠক শেষে বের হলে প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মীরা পরিকল্পিতভাবে মামুন রশিদকে ঘিরে ফেলে মারধর করে। তার মাথা ও শরীরে আঘাত লাগে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও ছাত্রলীগের একাংশে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, মামুন ইলিয়াছুর রহমান ইলিয়াছ সমর্থক হওয়ায় বিগত কয়েক বছর ধরেই তাকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল।

সিলেট মহানগর ছাত্রলীগের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,২০১৮ সালের বিভক্তি থেকে আজকের হামলার সূত্রপাত। দলীয় প্রার্থীকে সমর্থন করা অপরাধ—এই মানসিকতা ছাত্রলীগের জন্য আত্মঘাতী। যারা হামলা করেছে, তারা কখনই সংগঠনের প্রকৃত কর্মী হতে পারে না।”

অন্যদিকে অভিযুক্ত পক্ষের একজন নেতা দাবি করেন, ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। এটি ছিল সাধারণ কথাকাটাকাটির এক পর্যায় মাত্র। তবে মারধরের অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানান,সংঘর্ষের ঘটনা আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র রাজনীতি হলেও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।”

সিলেটের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,ছাত্রলীগের মধ্যে দলীয় আদর্শের চেয়ে ব্যক্তি-ভিত্তিক গ্রুপিং প্রাধান্য পাওয়ায় এখন যেকোনো দ্বিমতেই সহিংসতা ঘটছে। এই পরিবেশে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ কর্মীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

তারা বলছেন,দলীয় নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে। অভ্যন্তরীণ কোন্দল নিরসন ও সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা না হলে এমন ঘটনা চলতেই থাকবে।

65 Views

আরও পড়ুন
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা">

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি...
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা

গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বিবিসিতে তারেকের সাক্ষাৎকারঃ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী খুনিচক্রের বিরুদ্ধে নীরব উচ্চারণে বজ্রনিনাদ

শান্তিগঞ্জে বাউল বশির উদ্দিন সরকার প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা আটক

মহেশখালীতে পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউল গ্রেফতার করেছে র‍্যাব-১৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মনোনীত হলেন সুবিপ্রবি উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত-৫ জন: এক শিশুর হাত দ্বিখন্ডিত

প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন

মাদারীপুরে বাক প্রতিবন্ধী পিতার বড় ছেলে সম্রাটের মৃত্যু

উখিয়ায় থানা পুলিশের অভিযান : অস্ত্র সহ আটক ৪