সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, কক্সবাজার উখিয়া থানার, বালুখালী, ক্যাম্প-০৯ ব্লক -বি-১১, বাসা নং-১১৯৭৫৮ এর মৃত আবদুল কুদ্দুসের পুত্র আব্দুল হালিম(৪৩), একই এলাকার মৃত আব্দুল ছালামের পুত্র ছৈয়দুল আমিন(৩৫) ও কুতুপালং, ক্যাম্প ০১- ব্লক ০৮,বাসা নং-১৪৭৫২০ এর মৃত দীল মোহাম্মদের পুত্র হামিদ হোসেন(৩০)।
পুলিশ জানায়, ১২অক্টোবর (শুক্রবার) সোয়া ১ টার দিকে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ইউপিস্থ চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর যাত্রীবাহী মারছা বাসে (রেজিঃচট্ট-মেট্টো-১১-১১৫২) তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুল হালিম, ছৈয়দুল আমিন ও হামিদ হোসেন নামের ৩ মাদক কারবারিকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, থানা পুলিশের নিয়মিত অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ত্রিশ লক্ষ টাকা। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক পাচার, ব্যবহার জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০