মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
দিনাজপুরে হিলিতে মাদকদ্রব্য ও ভারতীয় রুপিসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব,গাঁজা ও মাদক বিক্রয়ের বাংলাদেশী ২৮ হাজার ৫ শ ও ভারতীয় ১৭ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,বগুড়া সদর জহুরুল নগরের আমনিুল ইসলাম ছেলে আসাদুজ্জামান (৩৭), সুলতানগঞ্চপাড়ার মৃত আঃ রশিদ শেখ এর ছেলে মোঃ জুয়েল শেখ (৩০), মোঃ আশরাফ আলী ছেলে মোঃ রাশেদ (৩০), গাজী পালশা গ্রামের মোঃ রেজাউল ইসলাম ছেলে মোঃ মামুন (২৮) কে ২৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবন করার অপরাধে সিএনজিসহ আটক করা হয়। হিলির মধ্যবাসুদবেপুর গ্রামের মোঃ বাবুর ছেলে মোঃ সাব্বির হোসেন (২৩), মাঠপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৫) কে ১৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয় এর বাংলাদশেী ২৮,৫০০ টাকা ও ভারতীয় রুপি ১৭,০৪০ টাকাসহ আটক করা হয়।
মাদক সেবন করার অপরাধে মোঃ লোকমান হোসেনের ছেলে মামুনুর রশিদ কমল (২৯) কে আটক করা হয়েছে। হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আটককৃতদের সত্যতা নিশ্চিত করে বলেন থানায় মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।